Cinemawala Downunder - Friday Movie Night - আপিস
Pennant Hills Community Health Centre
Pennant Hills NSW, Australia
Event description
দুই কর্মজীবী নারী ভিন্ন ভিন্ন সামাজিক পরিবেশ থেকে এসেও এক অদ্ভুত বন্ধনের মাধ্যমে একে অপরের সঙ্গে জড়িয়ে পড়েন। হাসি একজন গৃহকর্মী, যিনি একটি বস্তিতে স্বামী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করেন। তাঁর স্বামী একজন রিকশাচালক। প্রতিকূলতার মধ্যেও হাসি সাহস ও আত্মমর্যাদা নিয়ে জীবনের সঙ্গে লড়াই করে চলেন। অন্যদিকে জয়িতা উচ্চমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা একজন শিক্ষিতা নারী, যার জীবন তুলনামূলকভাবে অনেক বেশি সচ্ছল ও নিরাপদ। কিন্তু সামাজিক বিভেদ সত্ত্বেও, ভাগ্য তাদের এক করে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে একে অপরের জীবনের অংশ হয়ে ওঠেন তারা, এবং গড়ে ওঠে এক আন্তরিক ও মানবিক সম্পর্ক - যা শ্রেণি বা পার্থক্যের ঊর্ধ্বে।
Powered by
Tickets for good, not greed Humanitix dedicates 100% of profits from booking fees to charity