More dates

Payment plans

How does it work?

  • Reserve your order today and pay over time in regular, automatic payments.
  • You’ll receive your tickets and items once the final payment is complete.
  • No credit checks or third-party accounts - just simple, secure, automatic payments using your saved card.

Cinemawala Downunder - Friday Movie Night - আপিস

Share
Pennant Hills Community Health Centre
Pennant Hills NSW, Australia
Add to calendar

Fri, 29 Aug, 7pm - 9:30pm AEST

Event description

দুই কর্মজীবী নারী ভিন্ন ভিন্ন সামাজিক পরিবেশ থেকে এসেও এক অদ্ভুত বন্ধনের মাধ্যমে একে অপরের সঙ্গে জড়িয়ে পড়েন। হাসি একজন গৃহকর্মী, যিনি একটি বস্তিতে স্বামী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করেন। তাঁর স্বামী একজন রিকশাচালক। প্রতিকূলতার মধ্যেও হাসি সাহস ও আত্মমর্যাদা নিয়ে জীবনের সঙ্গে লড়াই করে চলেন। অন্যদিকে জয়িতা উচ্চমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা একজন শিক্ষিতা নারী, যার জীবন তুলনামূলকভাবে অনেক বেশি সচ্ছল ও নিরাপদ। কিন্তু সামাজিক বিভেদ সত্ত্বেও, ভাগ্য তাদের এক করে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে একে অপরের জীবনের অংশ হয়ে ওঠেন তারা, এবং গড়ে ওঠে এক আন্তরিক ও মানবিক সম্পর্ক - যা শ্রেণি বা পার্থক্যের ঊর্ধ্বে।

Powered by

Tickets for good, not greed Humanitix dedicates 100% of profits from booking fees to charity

Pennant Hills Community Health Centre
Pennant Hills NSW, Australia